সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী উপজেলা জগন্নাথপুর। জগন্নাথপুর উপজেলার ৩নং মীরপুর ইউনিয়নের আটঘর গ্রামে অবস্থিত মুসলিমধর্মের অন্যতম প্রাচীন এই মসজিদ । প্রতিদিন এখানে ভিবিন্ন এলাকা থেকে মুসলিমধর্মের লোকেরা এসে আটঘর এই মসজিদে নামাজ আদায় করে ও মসজিদের সুন্দর্য্য উপভোগ করে । এসময় এখানে লক্ষ মুসলিমধর্মের সমাগম ঘঠে। এ ছাড়াও প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে মুসলিমধর্মের লোকেরা এখানে নামাজ আদায় করতে আসেন। এটি এ উপজেলার একটি প্রাচীন ও সুন্দর মসজিদ ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস