Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

মিরপুর ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার বর্ণনা:-

১)ননৌপথে:- বর্ষাকালে ১,২ নং ওয়ার্ডে নৌপথ হলো যোগাযোগের প্রধান মাধ্যম

। এ এলাকার লোকজন শুকনো মৌসুমে সড়ক পথে রিস্কা, অটো রিক্সা দিয়ে এমনকি পায়ে হেঁটে চলাচল চলা পেলা করে থাকেন।

২। সড়ক পথে:- ৩,৪,ও,৫,৬,৭,৮ ও ৯ নং ওর্য়াডের লোক জন সর্বদা সড়ক পথে চলাচল করে থাকেন।

মীরপুর থেকে উপজেলা সদরের সাথে সড়ক পথেচলাচল করা হয়ে থাকে। এছাড়া মীরপুর থেকে কেউনবাড়ী হয়ে বিভাগীয় সদরের সাথে সড়ক পথে চলাচল করা হয়ে থাকে। সূর পুর থেকে ভবের বাজার হয়ে শেরপুর পর্যন্ত সড়ক পথে যোগাযোগ হয়ে  থাকে। বরতে তগলে মীর ইউনিয়নের যোগাযোগ সড়ক পথে হয়েই থাকে। মীর পুর থেকে জগন্নথপুর পর্যন্ত বাস ভাড়া ১৫ টাকা।